পঞ্চগড় প্রতিনিধি।।পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে রোববার সদর উপজেলার পঞ্চগড়-ঠাকুরগা মহাসড়কের খোলাপাড়া নামক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি ট্রাক ও একটি ট্রাঙ্কলরির ড্রাইভারকে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহার করায় দুই হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ সময় নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী পাঁচটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
এ সময় তিনি বলেন, জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যহত থাকবে। জেলা পুলিশের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করে। #