ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি সুত্রে,আদি সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকুরীতে সর্বক্ষেত্রে কোটা পুনঃবহাল ও প্রয়োগের দাবিতে ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার(১২ অক্টোবর)বেলা ১২ঃ৩০ মিনিটে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা প্রসাসক মাহবুবুর রহমান এর নিকট এ স্মারকলিপি প্রদান করেন।
ঠাকুরগাঁও জেলা শাখার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ রাজিউর রহমান রাজেক এর নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।সংগঠনিক সম্পাদক রাহাদ পারভেজ,সদস্য হেলাল হোসেন মুক্তি সহ শেখ ফেরদৌসী আহমেদ প্রমুখ।