1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ১০ মে ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রকাশ পেল প্রিয়া অনন্যা ও নিলয়ের ‘তুমি আমি রাজি’ রুহিয়া থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত আনিস কে বিয়ে করতে দিলো না পুলিশ দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।।  রঞ্জু সভাপতি শাহীন সম্পাদক নির্বাচিত ঘোড়ার ঘূর্ণি প্রশ্ন //  সাইফুল ইসলাম সরকার পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার ঠাকুরগাঁওয়ে জাকজমক আয়োজনে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ভবানীগঞ্জ সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধানের বিদায় ও সংবর্ধনা  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন

সরাইলে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

বাদল খন্দকার।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা/কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, ইমাম, পুরোহিত ও শিক্ষকসহ সর্বস্তরের সকল জনগণের সমন্বয়ে এক সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৪ই অক্টোবর, বিকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা সাংসদ -৩১২ ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো.শাহগীর আলম , জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো.ইসমাইল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেন।

এছাড়াও সভায় বক্তব্য দেন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো. নোমান মিয়া, সরাইল থানা ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান রোকেয়া বেগম, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলী, সরাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব খান বাবুল, উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, অরুয়াইল ইউপির চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন, নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান মো. মনসুর হোসেন, উপজেলা শাহী মসজিদের পেশ ঈমান মো.আমান উল্লাহ আমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায় ও সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস প্রমুখ। এর আগে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের নেতৃত্বে সরাইল উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে “দাঙ্গা প্রতিরোধ ক্যাম্পেইন র‍্যালী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।র‍্যালীশেষে সরাইল সদর ইউনিয়নের কালীবাড়ি মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং