নিজস্ব প্রতিবেদক।।ঋণ গ্রহীতা সেজে ও ভুয়া নাম ব্যবহার করে ওডি ঋণ দেখিয়ে ২৭ লাখ ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাউথ ইস্ট ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ অক্টোবর) দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন, সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও অফিসার খান মোহাম্মদ খালেদ রউফ।
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ৭টি জাল ওডি ঋণ খুলে ২৬ লাখ ৮৫ হাজার টাকা বিতরণ দেখিয়ে নিজেরাই ঋণ গ্রহীতা সেজে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ আনা হয়।