স্টাফ রিপোর্টার।। ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৬০তম জন্মদিন জেলা প্রশাসনের সহযোগিতায় পালন করেছে জেলা শিল্পকলা একাডেমি। এ উপলক্ষে বুধবার সন্ধায় একাডেমি মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা শিল্পকলা ও শিশু একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করে। শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে শিশুদের জন্য শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি ও ডা. জহিরউদ্দিন সরকারি গণগ্রন্থাগার আয়োজিত চিত্রাংকন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি মির্জা সাবদারুল ইসলাম মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষক হাসনুর রশিদ বাবু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন মো. কাওসার, আজীজ সারতাজ জায়েদ, আমিনুল হক তারেক ও মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান। উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন। #