স্টাফ রিপোর্টার।। ‘‘আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ এই প্রতিপাদ্য নিয়ে রোববার পঞ্চগড়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসট উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সড়ক বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসন ও বিআরটিএ পঞ্চগড় সার্কেল এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত পরিবহন ব্যবস্থার বিকল্প নেই। সে লক্ষ্যে উন্নত ও দক্ষ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকারের গৃহীত নানামুখী উদ্যোগ পরিবহন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ‘প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১’ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশের সব মহাসড়ক ছয় লেন এবং ২০৪১ সালের মধ্যে আট লেনে উন্নীতকরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি পঞ্চগড় শহরে নিরাপদ ও স্মার্ট সড়ক সড়ক ব্যবস্থা গড়ে তুলতে একটি উপ কমিটি গঠনের আহবান জানান। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির সুপারিশের আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
সভায় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, মটর পরিবহণ নেতা আব্বাস আলী, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ, বক্তব্য দেন। বিআরটিএ পঞ্চগড় সার্কেলের সহকারী পরিচালক মোটরযান পরিদর্শক মো. শাহনেওয়াজ শাহ সভায় স্বাগত বক্তব্য দেন এবং সভাটি সঞ্চালনা করেন। এর আগে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজাদ জাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিম বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশাসহ বিভিন্ন দপ্তরের প্রধানসহ রোভার ও স্কাউটসসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। #