আবু তৌহিদ আটোয়ারী প্রতিনিধি।। আটোয়ারীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি পরিবারের স্বপ্ন।
গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বলরামপুর ইউনিয়ন চুচুলী বটতলা গ্রামে ওই আগুনটি লাগে।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে পুজা অর্পণা করার জন্য বাড়ির ছোট মন্দিরে ধূপ জ্বালান ওই এলাকার গনেশ চন্দ্রের বাড়ির লোকজন। পরে ধূপের আগুন থেকেই আগুনের সূত্রপাত বলে জানান এলাকাবাসী। প্রথমে মন্দিরে আগুনের সূত্রপাত ঘটে। পরে সাথে সাথে আশেপাশে আরো পাঁচটি পরিবারে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে একই এলাকার পান্না চন্দ্র, নিধান চন্দ্র, নুনি চন্দ্র ও বুধু চন্দ্রের সোয়ার ঘর, রান্না ঘর সহ মোট এগারোটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পর আটোয়ারী ও বোদা উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷
এসময় আগুনে পুড়ে যাওয়া পাঁচটি পরিবারের সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আট থেকে দশ লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এছাড়াও কারো নগদ অর্থ, চাল, ডাল, প্রয়োজনীয় কাগজপত্র সহ কাপড়চোপড়ও পুড়ে ছাই হয়ে গেছে।
পরে আগুন লাগার সংবাদ পেয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, বলরামপুর ইউপির চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিরা ঘটনা স্থল পরিদর্শন করেন। এসময় দুর্ঘটনার স্বীকার পরিবার গুলোর মধ্যে আর্থিক সাহায্যও প্রদান করা হয়৷