1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

পর্যটক সেবা উন্নয়নে ট্যুরিস্ট পুলিশের নবাগত ওসির সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। উত্তরের পর্যটন শিল্প সমৃদ্ধ উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। এ জেলার পর্যটনের রসদ হিমালয়-কাঞ্চনজঙ্ঘা। হিমালয়ের পাদদেশে জেলাটি অবস্থান হওয়ায় জেলাটিকে হিমালয়কন্যা হিসেবেই চিনে সারাদেশ। এ জেলার পর্যটকদের নিরাপত্তা সেবা প্রদানের লক্ষে স্থাপিত পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশ জোনে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান যোগদানের পর রোববার দুপুরে ট্যুরিস্ট পুলিশ হলরুমে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় ট্যুরিস্ট পুলিশের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুর রহমান, বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া দেশের অন্যতম পর্যটন এলাকা। এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে হিমালয়ের পর্বতমালা কাঞ্চনজঙ্ঘাসহ দর্শনীয় স্থান দেখতে প্রচুর পর্যটকের সমাগম ঘটে থাকে এই সময়ে। তাই পর্যটকদের সেবা প্রদানে আমি এ থানায় যোগদানের পর কিছু উদ্যোগ গ্রহণ করেছি। তা বাস্তবায়ন করতে চাইলে আপনাদের (গণমাধ্যমকর্মীদের) পরস্পর সহযোগিতা প্রয়োজন।
এ সময় তিনি পর্যটন এলাকা ও স্পটে অবস্থিত হোটেল, রিসোর্টসহ পর্যটনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, কমিউনিটি ট্যুরিজমের বাস্তবায়ন, ট্যুরিস্ট সেবা প্রদানে হেল্প ডেস্ক স্থাপন, পর্যটকদের তথ্য সেবা প্রদানে পর্যটনগুলোতে ম্যাপ তৈরিসহ যেকোন অপরাধ নিরসনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিকরাও পর্যটন শিল্প উন্নয়ন, পর্যটক সেবায় কী করণীয় তা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। সেসব মতামতগুলোকে বাস্তবায়নে চেষ্টা করাসহ পর্যটক সেবা উন্নয়নে সাংবাদিকদের পরস্পর সহযোগিতা প্রত্যাশা করেন ট্যুরিস্ট পুলিশের এই নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক এসকে দোয়েল, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, সাংবাদিক খাদেমুল ইসলাম, মোবারক হোসেন, জুলহাস উদ্দিন, রবিউল ইসলাম রতন ও সাব্বির হোসেন রকি।
এ সময় ট্যুরিস্ট পুলিশের মধ্যে উপ-পরিদর্শক মো.জালাল উদ্দিন, মামুনুর রশীদ ও আসলাম হোসেনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং