
ইনসান সাগরেদ পঞ্চগড় থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ডাকা তিন দিনের
অবরোধের আজ তৃতীয় দিনে পঞ্চগড় জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্রনেতারা মিছিল করেছেন। টানা ৩ দিনের অবরোধে পঞ্চগড়ে দুর পাল্লার যানবাহন না চললেও শহরে ব্যাটারি চালিত ইজিবাইক ও ব্যক্তিগত মোটরসাইকেল চলাচল করতে দেখা যায়।অবরোধ চলাকালে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পুলিশ মোতায়েন ছিলো। বিজিবি – রেব ও পুলিশের টহল দেখা যায়।তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এ বিষয়ে কঠোর অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহীনির সদস্য রা।এদিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান করছিলেন।বিএনপির দলীয় কার্যালয়েও পঞ্চগড় জেলা বিএন পি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়। এদিকে অবরোধের তৃতীয় দিন ১ দফা দাবী আদায়ে পঞ্চগড় জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্রনেতারা মিছিল করেছেন।এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, পৌর মৎজীবি দলের সভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক যুগ্ম সম্পাদক জেলা ছাএদল খন্দকার আবু সালেক ডাবলু, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম ইরান, সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা,সাবেক সহ- সাধারণ সম্পাদক রাকিবুর রহমান রাজু, ত্রাণ বিষয়ক সম্পাদক ফজলার রহমান,বর্তমান জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহেদুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক মিশু ইসলাম, এম আর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক হাবিবুর রহমান হাবীব, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহিনুর ইসলাম, ছাত্রনেতা সোহাগ ও মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।