স্টাফ রিপোর্টার ।। পঞ্চগড় চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পঞ্চগড়ের প্রথম শ্রেণির ঠিকাদার এটিএম কামরুজ্জামান শাহানশাহ জন্মদিন পালিত । শুক্রবার সন্ধায় শিলিগুড়ির ইন্দ্রপরী হোটেলের ডাইনিংয়ে কেক কেটে জন্মদিন পালন করলো তাঁর শুভাকাঙ্খীরা। এ সময় বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, পঞ্চগড় চেম্বারের সহসভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম রেজা, সাবেক তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল করিম শাহীন, পঞ্চগড় চেম্বারের পরিচালক হারুন উর রশিদ বাবু, পঞ্চগড় চেম্বারের পরিচালক আব্দুস সবুর সেলিম, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনকন্ঠ চ্যানেল আইর সাংবাদিক এ রহমান মুকুল, পঞ্চগড়ের ব্যবসায়ী জয়দেব কুন্ডু, ব্যবসায়ী নাসিরুল কাদের পিয়ারী, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, প্রথম শ্রেণির ঠিকাদার আবুল কাশেম রুমেল, সাবেক জেলা পরিষদ সদস্য মো. হারেজ আলী, রাজ্জাকুল ইসলাম, অর্নবসহ পঞ্চগড় ও শিলিগুড়ির অনেকেই উপস্থিত ছিলেন।
পরে একে অন্যকে কেক খাইয়ে দেন। অনুষ্ঠানে শাহানশাহর জন্মদিন এবং আজ ঢাকায় জন্ম নেওয়া নাতনির সৌজন্যে নাজমুল হক প্রধান কেক প্রদান করেন। #