1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ০৫ মে ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :

গোবিন্দগঞ্জ পৌরসভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠনে মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা উপলক্ষে কমিটি গঠনের লক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর রোববার বিকালে পৌরশহরের গরুহাটির নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে নৌকা মনোনয়ন প্রত্যাশী ও সাবেক মাননীয় সংসদ সদস্য জননেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ। প্রতিটি ওয়ার্ডে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে করণীয় ও কৌশল তুলে ধরে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাদের উপস্থাপিত মতামত সমূহ মনোযোগ সহকারে শ্রবণ শেষে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বর্ষীয়ান এই নেতা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রতিটি ইউনিয়ন থেকে একাধিক নেতৃবৃন্দের তত্ত্বাবধানে আগত সমর্থক ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় চলমান রেখেছেন। সে ধারাবাহিকতায় আজ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি তার কার্যালয়ে বসে নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের পরামর্শ-করণীয় বিষয়ক মতামত গ্রহণ করছেন এবং দিক নির্দেশনামূলক আলোচনা করছেন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুপা আক্তার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফরহাদ আকন্দ, ৫ নম্বর ওয়ার্ডি কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ শাহীন আকন্দ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ রিমন তালুকদার, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনারুল ইসলাম আন্টু, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিসলর শামসুদ্দিন ভেলা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুইটি, জহুরা বেগম, পৌর যুবলীগের সদস্য মো. হাবিবুর রহমান বিদ্যুৎ ও আইনুন নাহার সাথী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং