1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ০৫ মে ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :

ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালীর দশমিনায় মৌসুমী আক্তার (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নলখোলা বন্দরের ভাড়া বাসা থেকে স্বামী আসাদুজ্জামান সোহাগ লাশটি উদ্ধার করেন। আসাদুজ্জামান উপজেলার বহরমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। মৌসুমী তার দ্বিতীয় স্ত্রী।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ তার দ্বিতীয় স্ত্রী মৌসুমী আক্তারকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। মো. কিরন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আসাদুজ্জামানের সঙ্গে তিনি বহরমপুর ইউনিয়ন পরিষদ থেকে দশমিনা সদরের নলখোলা বন্দরের ওই ভাড়া বাসায় যান। সেখানে গিয়ে ঘরের দরজা খোলা পান তারা। পরে বাথরুমের দরজা ভেঙ্গে চেয়ারম্যানের স্ত্রী মৌসুমীকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দুজন মিলে উদ্ধার করেন। পরে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

মৌসুমীর ভাই মোঃ মনিরুজ্জামান বিপ্লব অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ প্রায় মাদকসেবন করে মৌসুমীকে মারধর করতেন। চেয়ারম্যানের পরিবারের ক্ষমতার কাছে আমরা দুর্বল। আসাদুজ্জামান বোনকে মেরে ফেলতে পারেন। তদন্ত করে সঠিক বিচার চাই।’

এ বিষয়ে দশমিনা থানার ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ জানা যাবে। কোনো অভিযোগ পাইনি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং