1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :

পঞ্চগড়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। পরিবহণ শ্রমিক ও চালকদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা বুধবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের শব্দদুষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের প্রধান অতিথির বক্তব্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, কারণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে করণীয় এবং শব্দদূষণ(নিয়ন্ত্রণ)বিধিমালা, ২০০৬ এর উল্লেখযোগ্য বিষয়সমূহ সামনে তুলে ধরে বলেন, আসুন আমরা সম্মিলিত চেষ্ঠায় শব্দুষণমুক্ত সমাজ গড়ি।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী শব্দদূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকির দিকসমূহ বিস্তারিত উপস্থাপন করেন এবং শব্দদূষণ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন।
‘ কর্মশালায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, ডা. এসএম আফজাল শরীফ, বি আর টি এর পরির্দশক মো. শহনেওয়াজ শাহ,প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, পরিবহণ শ্রমিক নেতা আব্বাস আলী, আমজাদ হোসেন বক্তব্য দেন।
উক্ত অনুষ্ঠানে বক্তাগণ শব্দদূষণের কারণ, উৎস,স্বাস্থ্য ঝুঁকি, এতদ্সংক্রান্ত বিভিন্ন আইন, বিধি ও পরিবহন চালক শ্রমিকদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে শব্দ দূষণ বিরোধী লিফলেট ও স্টিকার বিতারণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং