ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বোর্ড কর্তৃক শিক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করে দিয়েছে যথাক্রমে বিজ্ঞান বিভাগ- ২১৫০,মানবিক বিভাগ – ২০৭৫।
কিন্তু পলাশবাড়ী উপজেলার বেশীরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান গুলো শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করা হলেও শিক্ষার্থীদের দেয়া হচ্ছে না রসিদ। এতে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
বেশকিছু এসএসসি পরীক্ষার্থী নাম না প্রকাশ করার সর্তে জানায়, আমার কাছ থেকে এবার ফরম পূরণের জন্য ৬ হাজার টাকা নিয়েছেন। কিন্তু কোন রসিদ দেননি।
পলাশবাড়ীর প্রায় সব স্কুলে নির্ধারীত ফির চেয়ে অল্পকিছু অতিরিক্ত টাকা নিলেও পৌরশহরের প্রাইভেট স্কুল গুলো চার পাঁচ গুণ বেশি করে ফি আদায় করার অভিযোগে সমালোচিত হচ্ছে স্হানীয় ভাবে। অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ মডেল টেস্ট, সেশন চার্জসহ নানা অজুহাত দেখাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, ভর্তির সময় সেশন চার্জ ও বেতন দেওয়ার পরও ফরম পূরণের সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে এসব খাতে টাকা আদায় করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান কে বিষয় টি অবগত করলে তিনি বলেন অতিরিক্ত টাকা নেয়ার কোন সুযোগ নেই।তিনি মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয় টি অবগত প্রত্যায় ব্যাক্ত করেন।