1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ০৫ মে ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :

পঞ্চগড়ের বোদায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ের বোদা উপজেলায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা আশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোকলেছার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্নী রানী। সভায় বোদা থানার অফিসার ইনচার্জ, বোদা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করা হয় ও উপজেলায় চলমান কার্যক্রম তুলে ধরা হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি বাল্যবিয়ে বন্ধে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হওয়ার আহবান জানান।
সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মাইকেল বাস্কে, ব্র্যাকের অফিসার আরজু আরা জাহান, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং