1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ০৫ মে ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :

পঞ্চগড়ের বোদা জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আহত ছয়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ।। পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের শালশিরী গ্রামে এক পরিবারের দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসিপাতালে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সুলতান আহমদ বাড়ির পাশ^বর্তী ফুলতলা হাট থেকে শালশিরি গ্রামের বাড়িতে ফেরার পথে আগে থেকে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ওৎ পেতে থাকা তার ভাই সোলেমান, সেলিমউদ্দিন ওরফে রফিক ওরফে হেলিম, তার ছেলে লোশন আহমদ ও সোলেমানের জামাই শান্ত অতর্কিত বুলবুল আহমদের উপর চালায়। বুলবুল আহমদের চিৎকারে পাশের বাড়ি থেকে ভাই সুলতান আহমদ, তার ছেলে সুইম আহমদ বাহির হয়ে আসলে তাদের উপরও হামলা চালিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকারে ঘটনাস্থলে সুইমের মা রত্না বেগম ছুটে আসলে তাকে মনোয়ারা বেগম মনু, তার দুই মেয়ে এবং রাশেদা বেগম দেশিয় অস্ত্র শস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এছাড়াও আরও কয়েকজন আহত হয়। এ ঘটনায় অপর পক্ষের সেলিম আহমদ ও সোলায়মানের জামাই আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত রত্না বেগম ও বুলবুল আহমদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, বাড়ির লোকজন আহতদের নিয়ে হাসপাতালে গেলে গভীর রাতে অপর ভাই সিদ্দিক আহমদের নেতৃত্বে আরেক ভাই কামরুজ্জামানের বাড়ির একটি ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার সাথে জড়িতরা সকলেই মৃত কামরুজ্জামানের তিন পক্ষের ছেলে, মেয়ে, নাতি, নাতনী ও বৌমারা জড়িত। জমি নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক মামলাও আদালতে চলমান আছে।
সোলেমানের জামাই আহত শান্ত জানান, ‘আমি উভয়পক্ষকে থামাতে গেলে আমিও আক্রমণের শিকার হই। আমার হাত ভেঙ্গে গেছে।
বুলবুল আহমদের বড় ভাই মোখলেসুর রহমান জানান, পূর্ব প্রস্তুতি নিয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘মৌখিকভাবে শুনেছি। থানায় অভিযোগ দিতে বলেছি। আমি বাইরে আছি।’’ #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং