ফজলার রহমান গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার সাদুল্লাপুরে ফেন্ডস এবিআরএস শিবরাম আদর্শ বিদ্যাপীঠের অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় বিদ্যাপীঠের নিজস্ব ক্যাম্পাসে কোরআন তেলাওয়াত ও গিতা পাঠের মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু করা হয়।
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস এবিআরএস শিবরাম আদর্শ বিদ্যাপীঠের অধ্যক্ষ আমিনুল ইসলাম বুলবুল। সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অভিভাবক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, সাদুল্লাপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মো. হাফিজার রহমান বাদল, অভিভাবক মো. জাহাঙ্গীর আলম ও উপাধাক্ষ নুরুন্নবী বাদশাসহ অনেকে।
এরপর ক্রীড়া প্রতিযোগিতাসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুরুষ এবং মহিলা অভিভাবকরা আলাদাভাবে নানা ধরণের খেলাধুলায় অংশ নেয়। পরে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।
এরআগে, বিদ্যাপীঠের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। এতে শ্রেণি ভিত্তিক ক্লাস পার্টি উপলক্ষে কেক কাটা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ছাড়াও গান ও নিত্য পরিবেশন করে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সাদুল্লাপুর উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ফেন্ডস এবিআরএস শিবরাম আদর্শ বিদ্যাপীঠ। শহরের তুলসীঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানটি অল্প সময়েই শিক্ষা ক্ষেত্রে উপজেলায় বেশ সাড়া জাগিয়েছে। এই বিদ্যাপীঠে প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত। এরমধ্যে শতাধিক কোচিং শিক্ষার্থী রয়েছে।