–—– হোসনে আরা জেমী ——-
শঙ্কিত, ব্যথিত আমি জীবনের চলায়
প্রতিবারই প্রশ্ন করি উত্তর মেলে না
ঝরা পাতার কান্নার শব্দে থমকে যাই
বাড়তে থাকে বুকের বাম অলিন্দে
চাপ চাপ ব্যথার ক্ষরণ
চেনা কথা,
চেনা সুর সব অচেনা অজানা কোন ব্যথায় কাঁদে মন,
সুর হারায় চেনা পথে অজানার আবেশে,
মাঝে মাঝে মনে হয়
বেঁচে আছি মরে যেয়ে!
সময়কে বেঁধে ফেলি ব্যস্ততায়
অন্তর, বাহির, ঘর দোর, বারান্দা
উঁচু পাচিল ঘেরা দেওয়ালে শ্বেতা পরা দাগ
ফাঁক ফোকর খোঁজে মুক্তির স্বাদ
মেলেনা সেই স্বাদ
চেনা মুখ হারিয়ে যায় অচেনা অদেখায়
প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, বোনেদের আবদার
বাবার শাসন, মায়ের আদর,
চেনা রাস্তা, ঘরবাড়ি
বাদ যায় না কিছুই
সেইদিন, হারানো ভালোবাসা
কিছু নয় শুধু ব্যথা বাড়ে
জীবনের পরতে পরতে
প্রশ্ন শুধু প্রশ্ন নয় কত কথা জন্ম নেয় নিউরনে
কোথায় যাবো কোন দিকে
বার বার উচ্চারিত হয়
ফিরে যাই শেকড়ের কাছে
পাওয়া না পাওয়ার ভীড় ঠেলে…