–——-রিতু নূর——-
কাগজের নৌকা ভাসিয়ে দিলাম
মোমের বাতি জ্বেলে।
জরাজীর্ণ যত আছে
সব দূরে ফেলে,
ঢেউয়ের তালে ভেসে যাচ্ছে
নৌকা বহুদূর,
নৌকায় করে তুমি আসবে
লাগছে ফুরফুর।
আঁধারে ঢেকে আছে
দাও জোনাকি আলো,
পৃথিবীটা অন্ধকার
হয়ে আছে কালো।
শুকনো পাতার মত মরমরে মন
দিনগুলো যাচ্ছে,
আজকাল বেজায় অলক্ষণ।
তাইতো নৌকা ভাসিয়ে দিলাম
এসো কিন্তু ফিরে,
তুমি এলে আনন্দ হবে আবার ছোট্ট নীড়ে।