হুসাইন মো: আরমান(রুহিয়া থানা প্রতিনিধি)ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ৬ ইউনিয়নে একই সময়ে আওয়ামী লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল-কে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল ১৫ই নভেম্বর রোজ, বুধবার সন্ধ্যা সারে ৭ টায় ১নং রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় থেকে স্বাগত মিছিল বের হয়ে মিছিলটি রুহিয়ার প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে ।
মিছিল শেষে রুহিয়া চৌরাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশে রুহিয়া থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে সর্বসাধারণের কাছে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাওয়া হয় ।
এসময় রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নত – আত্মমর্যাদাশীল স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কা ও বাঙ্গালির ভোটাধিকার ও গনতন্ত্র – মানবাধিকার প্রতিষ্ঠার রক্ষাকবচ বাংলাদেশ আওয়ামলীগ । আওয়ামী লীগ ক্ষমতায় আছে, জনগণের ভোটে আবারো আওয়ামীলীগ ক্ষমতায় আসবে ইনশাল্লাহ ।
স্বাগত মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, সহ সর্বস্তরের নেতা কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন ।