1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
২৫ মার্চ কালো রাতকে হার মানিয়েছে শাপলা গণহত্যা – রাশেদ প্রধান পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সম্মেলন সভাপতি দাউদ, সাধারণ সম্পাদক বাবু এ মেলায় সকলের সম্পৃক্ততা নেই- এটা মনে হচ্ছে বিএনপি’র মেলা – রাণীশংকৈলে মির্জা ফয়সাল মনুষ্যত্বের মানবতা // সিরাজুল রিক্সাচালক গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু তসিবার গানে মডেল প্রিয়া অনন্যা ও মুন্না খান যে মাঠে ১৪৪ ধারা জারি সে মাঠে বৈশাখী মেলার বাড়ী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছে বিজিজেএ কেন্দ্রীয় কমিটি ভবিষ্যতের বাংলাদেশ ফ্যাসিস্টের জন্য আর কোন জায়গা দেবে না -ব্যারিস্টার নওশাদ জমির বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রত্যাশা

আওয়ামী, বিএনপি কোন্দলের যের ধরে আওয়ামী লীগের কর্মী, সহযোগী মুক্তি যোদ্ধা, বৃদ্ধের উপর হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে

মোঃ মামুন হোসাইন,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালী জেলার আমখোলা গলাচিপা উপজেলার দরি বাহেরচর গ্রামের ,সহকারি মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মৃধা ৭০ নামের এক বৃদ্ধের উপর অতর্কিত আক্রমণ করেন, বিএনপি নেতা মনির চৌকিদার ও তার সহযোগীরা।

বিগত দিনে বিএনপি জামাতের আন্দোলনকে কেন্দ্র করে মনির চৌকিদারের সাথে সোহরাব মৃধার বাগবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। পরবর্তীতে ওই ঘটনার জের ধরে ১৩ /১১/২০২৩ ইং তারিখ রোজ সোমবার বিকেল আনুমানিক ৬:১৫ মিঃ সময় মনির চৌকিদার ও তার লোকজনকে সাথে নিয়ে জমিজমার সালিশির মধ্যে বৃদ্ধ সহকারী মুক্তিযোদ্ধা সোহরাব মৃধার উপর অতর্কিত হামলা করেন ।

এতে বৃদ্ধ সোহরাব হোসেন মৃধা গুরুতর আহত হয়ে পটুয়াখালী সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন,
এবং পরে এঘটনার জন্য ১৪/১১/২০২৩ইং তারিখ মঙ্গলবার গলাচিপা সদর থানায় লিখিত অভিযোগ করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১৭, আসামীরা হলেন, ১/ মোঃ আবু তাহের পিতা,আনোয়ার মৃধা,( ৪০) ২/মোঃ ইলিয়াস পিতা,আনোয়ার মৃধা, (৪৫) ৩/ মোঃ মোতাহার পিতা,রব মুন্সি, ( ৬৫) ৪/ মোঃ মনির চৌকিদার পিতা,মোসলেম চৌকিদার (৫৫) ৫/ মোঃ জিয়া মুন্সি পিতা,মোতাহার মুন্সি, (৫০)
৬/ মোসাঃ লতিফুল বেগম পিতা, ইন্তু মোল্লা, (৫৫) সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন।
তবে এ মামলায় এখনো কোন আসামি গ্রেফতার হয়নি।

তাই বৃদ্ধ সহযোগী মুক্তি যোদ্ধা সোহরাব হোসেন মৃধা তিনি অপরাধীদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর অনুরোধ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ও মন্ত্রী পরিষদকে
কটুক্তি করার জন্য এদেরকে দ্রুততম আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এঘটনার জন্য অএ এলাকার মানুষজন তিব্র নিন্দা জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান, যেন – অপরাধীদের কে দ্রুততম ধরে আইনের আওতায় এনে, উপযুক্ত শাস্তি ও বিচারের দাবি জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং