মো: আব্দুস সবুর(বালিয়াডাঙ্গী) (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান” বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরো মনযোগী হতে উদ্দিপনা পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৮ নভেম্বর শনিবার বিকেলে বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের ৭ শত শিক্ষার্থীর মাঝে ৮০০ টি উদ্দিপনা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোঃ রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গীর কৃতিসন্তান মরহুম শিল্পপতি ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ এর নাতি বর্তমানে ইজাবগ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ বেলাল রব্বানী প্রমুখ।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা খায়রুল আনাম, লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর কবির সহ শিক্ষার্থীদের অভিভাবক,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসময় উপিস্থত ছিলেন।
অনুষ্ঠান শেষে বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের ৭ শত শিক্ষার্থীর সকলের মাঝে ৮০০ টি উন্নত মানের পুরস্কার প্রদান করা হয়।