——- রিতু নুর ———
তোমাকে ভুলে যেতে চাই বলে
এই গভীর অরণ্যে এসেছি
তবু কেন তোমার
ডাক শুনি পিছন থেকে
এখানে’তো শুনার কথা
ঝিঁঝি ডাক,
অশ্বরীরীর ভুতরে শব্দ।
তবে কি ধরে নেব
মাটির নিচেও
তোমারি ডাক আসবে
পাতাল থেকে ভেসে
আসলে ভালোবাসারা
কখনোই শান্তিতে থাকতে
দেয় না কাউকেই,
ঘুমতে দেয় না স্বপ্ন বিহীন।
আমি তোমাকে এক
পৃথিবী ভালোবেসেছি
বিনিময়ে তুমি
এক আকাশ বৃষ্টি উপহার দিয়েছো।
তাতে কি?
ভালোতো বেসেছি
তোমায় আমৃত্যু সগৌরবে,
তাইতো সব খানেই ভালোবাসার পিছু ডাক তোমার।