স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর যাদুরানি পশুরহাটে আবারো অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ইতি পূর্বে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে ইজারাদারকে কয়েক বার ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার পরেও কমেনি গরু ছাগলের অতিরিক্ত টোল আদায় ।
২১ নভেম্বর ( মঙ্গলবার) দুপুর ২ টা ৩০ মিনিটে পশু হাটে সরেজমিনে তদন্ত করে জানা যায়, গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা করে টোল আদায়ের নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা করে গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ১৬০ টাকা করে অনিয়ম ভাবে টোল আদায় করছেন বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।
এ ব্যাপারে হাট ইজারাদার রাজিব এর সাথে কথা বললে তিনি বলেন, অনেক টাকা লোকসানে আছি তাই এই বাড়তি টাকা নিতে হচ্ছে |
হরিপুর উপজেলা নির্বাহি অফিসারকে মুঠোফোনে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন– অতিরিক্ত টোল আদায়ের নিয়ম নেই