—শাহনাজ পারভীন মিতা —
ঝুম বৃষ্টি আজ তোমার শহরে
গতকাল চেয়েছিলাম বৃষ্টির সংলাপ,
অথচ আজ আমি দূর বহুদূরে
তখন অবিরাম বৃষ্টির রিমঝিম সুরআলাপ।
তুমি বলছো কাঁদছে আকাশ
বিরহে আমার বাউল বাতাস,
তুমি কি আছো সেই বিরহতে
প্রেমের গভীরে হৃদয় কম্পিতে।
রাত গভীরে অসীম কায়ায়
মেঘেদের দলে সুরের মায়ায়।
রিমঝিম রিমঝিম মেঘবালিকা
জানালার পাশে চন্দ্রমল্লিকা,
দুলছে মেঘবাতাসে ঘরের কোনে
মনের নিঃসীম কষ্টের সাতকাহনে।
কখনও কবিতার খেরো খাতা
অবিরাম জীবন স্মৃতির পাতা।
কখনও বিরহ কখনও প্রেম
যেখানে কাজল চোখে জমেছে মেঘ।
সেই মেঘ বৃষ্টির ধারায়
রাত গভীরে কষ্টের বার্তায়,
টুপটাপ টুপটাপ অবিরাম প্রহরে
নামে অনবরত তোমার শহরে ।