মাসুদ রানা লেমন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)।।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঠাকুরগাঁও-৩ আসনে (রাণীশংকৈল – পীরগঞ্জ) আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন প্রার্থী। গত শনিবার সকাল ১০ টা থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থীগণ।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক,
সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও জেলা আ.লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, রাণীশংকৈল উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক,রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলাম,পীরগঞ্জ উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, রাণীশংকৈল উপজেলা আ.লীগ যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ, রাণীশংকৈল উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও রাণীশংকৈল উপজেলা আ.লীগ উপদেষ্টা রবিউল ইসলাম রবি।
তারা সবাই আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের টিকিট চাইছেন।