1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার আওয়ামী সরকারের ফ্যাসিষ্ট দোসর অধ্যক্ষ হিসেবে পদায়নে বতিলের দাবীতে মানববন্ধন পঞ্চগড়ে মাশরুম চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত ২৫ মার্চ কালো রাতকে হার মানিয়েছে শাপলা গণহত্যা – রাশেদ প্রধান পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সম্মেলন সভাপতি দাউদ, সাধারণ সম্পাদক বাবু এ মেলায় সকলের সম্পৃক্ততা নেই- এটা মনে হচ্ছে বিএনপি’র মেলা – রাণীশংকৈলে মির্জা ফয়সাল মনুষ্যত্বের মানবতা // সিরাজুল রিক্সাচালক গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু

আমাদের উপর কােন চাপ নেই-দিনাজপুরে নির্বাচন কমিশনার রাশদা সুলতানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।।
নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আমাদের ইচ্ছা অবাধ সুষ্ঠু ,সুন্দর , নিরপেক্ষ নির্বাচন হবে ভোটাররা আসবে ভোটাধিকার প্রয়োগ করবে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে আমরা যন করতে পারি। সেটাই আমাদের মূল কাজ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর-২০২৩) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক র্কাযালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর ঠাকুরগাও, পঞ্জগড় ও নীলফামারী জেলার রিটানিং অফিসার ও নির্বাচন সংশিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সাথে প্রস্তুতিমূলক সভায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আমরা রংপুর বিভাগের ৪টি জেলা পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর ও নীলফামারী জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট জেলার ২৮টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে বসেছি। মূলত উনারাই নির্বাচনী কাজগুলা করেন এবং করবেন যাতে এই কাজগুলা আমরা সমন্বয় করে সুন্দরভাবে করতে পারি। সেই বিষয়ে বার্তা দেয়ার জন্যই আমাদের এখানে আসা।
নির্বাচন কমিশনার সুলতানা বলেন, এই নির্বাচনে বিএনপির মত একটি বড় দল অংশগ্রহণ করছে না। তারপরও এ নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে কিনা, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই প্রশ্নের উত্তর আমাদের সিইসি মহাদয় দিয়েছেন । এখানে নতুন করে কিছু বলার নেই। আমরা কােন কাজ এলােমলা করতে চাই না। এখন আমাদের সামনে যেটা করনীয় তা হলো নির্বাচনটা করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের উপর কােন চাপ নেই। আমরা কােন চাপের উপর বিশ্বাসী না। আমরা আমাদের মত করে যতটুকু করণীয় সংবিধান সম্মত করবো। যেভাবে নির্বাচন করা দরকার। সে পথে হাঁটছি, কোন চাপ নেই।
অনুষ্ঠানে সিভিল প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারের উর্ধতন কর্মকর্তা ও দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং