রুনা লায়লা
যদি বলি থাম বেড়ে যায় দাম
চলে ধীরে ভারে জিরোয় বারে বারে
পারি না আর বাপু হলাম তাই কাবু
একি কান্ড তার মুখটা করে ভার।
খাইতে কইলে খায় না গায়ে জোড় পায় না
হায় রে কপাল পোড়া লাগে না তো জোড়া
আরে শোন শোন রে ওপাগল মন রে
সে যে পাগলা ঘোড়া থাকে না তো মোড়া।
ইচ্ছে যখন হাসেই কান্দে বারো মাসেই
একটু দিলে সুখ ভরে তার বুক
একটু দিলেই আরাম কাজে মন হারাম
পারি না তার সাথে ঘুমায় বেশি রাতে।
লিখতে বললে পড়ে ঠান্ডা জ্বরে মরে
শোনে না তো কথা তাই তো পায় ব্যথা
আবার বললে থাম তুলে গায়ের চাম
অফিস টাইমে আসে মিথ্যা ভালোবেসে।
চোখে নেই তার ঘুম পায়ে দেই তাই চুম
লিখতে গেলে গান করে আবার মান
পড়তে গেলে ছড়া তাতেই খায় ধরা
নাই তাতে ছন্দ লেখা তাই তো বন্ধ।