ফজলার রহমান গাইবান্ধা থেকেঃ-গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় নিলামকৃত ২০৬ টি রাস্তার কাজ কর্তনের শুভ উদ্বোধন করলেন পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
২৭ শে নভেম্বর সোমবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার ঘোড়াঘাট রাস্তার ছোট শিমুলতলা করিমের বাড়ি হতে খালেকের পুকুর পাড় হয়ে সিধনগ্রামের আমজাদের বাড়ি পর্যন্ত এবং হিজলগাড়ী আলতাফ মিয়ার বাড়ী হতে ছাদেক মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তার দুইধারে রোপনকৃত ২০৬ টি ইউক্লিপটার্স গাছ অর্থ,ভ্যাট, আয়কর, জমা প্রধান এবং উপকার ভোগী ও ক্ষতিগ্রস্ত জমির মালিকের অর্থ প্রাপ্তি স্বীকার পত্র জমা প্রদান কড়ায় নিলামকৃত গাছ সমূহ অনুমতি প্রসঙ্গে কর্তনের উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আজাদুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমিতির সাধারণ সম্পাদক খালেক মিয়া,বিশিষ্ট ব্যাবসায়ী আমিরজল ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
উল্লেখ্য,পলাশবাড়ী পৌরসভায় ৯ নভেম্বর ২০২৩ ইং তারিখে প্রায় দশের অধিক ঠিকাদারি প্রতিষ্ঠান অংশগ্রহণে টেন্ডার ড্রপ অনুষ্ঠানে লটারির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্স জয়লাভ করে।