স্টাফ রিপোর্টার।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি আসনে আওয়ামীলীগ, জাসদ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সহ ২০ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে পঞ্চগড়-১ আসনে ১৫ জন ও পঞ্চগড়-২ আসনে ৫ জন। পঞ্চগড়-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনিত প্রার্থী ফারুক আহাম্মদ, জাতীয় পার্টি মনোনিত দুইজন প্রার্থী আবু সালেক ও আব্দুর রহিম, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি’র মশিউর রহমান বাবুল, জাকের পার্টির সুমন রানা ও আনিছুর রহমান, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি’র সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি’র আব্দুল ওয়াদুদ (বাদশা), বাংলাদেশ জাতীয় পার্টি’র মিলটন রায়, মুক্তিজোটের আব্দুল মজিদ এবং স্বতন্ত্র হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বর্তমান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তোয়বুর রহমান ও আকতারুল ইসলাম। পঞ্চগড়-২ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রেলমন্ত্রী এ্যাড. নূরুল ইসলাম সুজন, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি’র আহমাদ রেজা ফারুকী, জাকের পার্টির শাহ আলম, তৃণমূল বিএনপি’র আব্দুল আজিজ এবং জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন। জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে দলীয় নেতকর্মীরা মোটরকার ও মাইেেক্রাবাস শোভাযাত্রা করে বোদা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে যান। সেখানে সংক্ষিপ্ত ও দোয়া মাহফিল অনুষ্ঠানের পর কয়েকজন নেতাকর্মীকে সাথে নিয়ে সহকারী রির্টারিং অফিসার বহ্নি শিখা আশার নিকট মনোনয়নপত্র জমা দেন। পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মাহফিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রির্টানিং অফিসার মো. জহুরুল ইসলামের নিকট মনোনয়ন পত্র জমা দেন। সমাবেশে নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা বলেন, আওয়ামী লীগ বড় দল। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, আছে প্রতিদ্বন্দ্বিতা আছে। কিন্তু কোন বিরোধ নেই। দলে ১১ জন মনোনয়ন চেয়েছিলেন। এরা সবাই মনোনয়ন পাওয়ার যোগ। আগামী ১৮ নভেম্বর থেকে সবাইকে নিয়ে নৌকাকে বিজয়ের জন্য কাজ করবো। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন।