সাবেক এই লাক্স তারকার ক্যারিয়ারে এই ডিসেম্বরে যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। তার অভিনীত নতুন সিনেমা ‘এষা মার্ডার’, শুটিং শুরু হতে যাচ্ছে কয়েকদিন পর।
সিনেমাটি প্রসঙ্গে বাঁধন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আশা করছি “এষা মার্ডার” সিনেমার শুটিং ডিসেম্বরে শুরু হবে এবং একই মাসে শেষ হবে। আউটডোরেই শুটিং হবে পুরোটা।’
এষা মার্ডার কী ধরনের সিনেমা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এষা মার্ডার’ পুরোপুরি কমার্শিয়াল সিনেমা। আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। পরিচালনা করবেন সানী সানোয়ার।
সিনেমাটিতে বাঁধন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন বলে জানান।