1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ০৭ মে ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ফেসবুকে নারী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার থানায় অভিযোগ প্রশংসায় সুবাহ’র ‘কালকে টুনির বিয়া’ ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার আওয়ামী সরকারের ফ্যাসিষ্ট দোসর অধ্যক্ষ হিসেবে পদায়নে বতিলের দাবীতে মানববন্ধন পঞ্চগড়ে মাশরুম চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত ২৫ মার্চ কালো রাতকে হার মানিয়েছে শাপলা গণহত্যা – রাশেদ প্রধান

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পথ্য টেন্ডার নিয়ে তুঘলকি কারবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে টেন্ডার  নিয়ে চলছে তুঘলকি কারবার।
একদিকে মাত্র ১৮ দিনের জন্য দরপত্র আহবান অপরদিকে সকল নিয়ম নীতি উপেক্ষা করে সর্বনিম্ন  দরদাতাকে বাতিল করে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতার কথিত আত্মীয় পছন্দের ঠিকাদারকে দ্বিগুণ দরে কার্যাদেশ প্রদান করা হয়েছে।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ২০২১-২২ অর্থ বছরের পথ্য, স্টেশনারী ও লিলেন দ্রব্যাদি
সরবরাহের টেন্ডার  আহবান করা হয় অর্থ বছরের শেষে প্রান্তে এসে। সেই দরপত্র দাখিল হয় ২জুন’২২ তারিখে।
কার্যাদেশ প্রদান করা হয় ১২ জুন’২২ তারিখে। অর্থাৎ কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদার মালামাল সরবরাহের (প্রতিদিন)
জন্য সময় পান মাত্র ১৮ দিন। আর্থিক বছর সমাপ্ত হয়ে যাওয়ায় ২০২১-২২ অর্থবছরের কার্যাদেশের ১ নং
শর্তানুযায়ী ২০২২-২৩ অর্থ বছরের ঠিকাদার না নিয়োগ হওয়া পর্যন্ত পূর্বের দরে পথ্য, স্টেশনারি ও লিলেন
সামগ্রী সরবরাহ করার জন্য ঠিকাদারকে অনুরোধ করা হয়। উল্লেখ্য যে সেখানে শর্ত দেয়া হয় ২০২২-২৩ অর্থ
বছরের দরপত্রের আনুষ্ঠানিকতা সমাপ্ত হলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে।২০২২-২৩ অর্থ বছরের
রোগীদের পথ্য,স্টেশনারি ও লিলেন মালামাল সরবরাহের দরপত্র প্রকৃয়া শুরু না করে বিগত বছরের ২০২১-২২
অর্থবছরের মাত্র ১৮ দিনের জন্য টেন্ডার আহবান করার বিষয়টি বিস্ময়কর ঠেকেছে স্থানীয় ঠিকাদার এবং সচেতন
মহলের কাছে। চলতি বছর ২০২২-২৩ সালে এসেও আবার পূর্বের মতো একই ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে।
চলতি বছর ৬মে’২৩ দরপত্র গ্রহণ করা হয় এবং ১৪ জুন কার্য্যাদেশ প্রদান করা হয় যখন চলতি অর্থ বছরের
বাকি আছে মাত্র ১৬ দিন।
এ ছাড়াও ২০২২-২৩ অর্থ বছরের টেন্ডারে  সর্বনিম্ম দরদাতাদেরকে বাতিল করে সর্বোচ্চ দরদাত একজনকে পথ্য সরবরাহের কার্য্যাদেশ দেয়া হয় বহিরাগত একজন পথ্য ঠিকাদারকে। উক্ত বহিরাগত ঠিকাদার ঠাকুরগাঁওয়ের
একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার দ্বিতীয় পক্ষের স্ত্রীর আত্মীয় বলে কথিত আছে। উক্ত নেতা স্ত্রীর
পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছলতা এনে দিতেই এমন টেন্ডারে প্রভাব বিস্তার করেন বলেন জানা যায়। বিভিন্ন নিয়ম কানুনের খড়গ চালিয়ে স্থানীয় প্রকৃত ঠিকাদারদের দরপত্র বাতিল করে দেয়া হয়। বিষয়টি নিয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাঃ ফিরোজ জামানের সাথে কথা বললে তিনি জানান আমি সরকারি ক্রয় প্রকৃয়া মেনেই কাজ করেছি।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে রোগী প্রতি প্রতিদিনের খাদ্যের জন্য বরাদ্ধ পান ১৭৫ টাকা। যদি ঠিকাদারের দর
যদি কম হয় তবে রোগী খাবার বেশি পাবে আবার দর বেশি হলে রোগীরা খাবার কম পাবে। বর্তমানে যে দরে
কার্যাদেশ প্রদান করা হয়েছে তা অপরাপর ঠিকাদারদের চে দ্বিগুনেরও বেশি ফলে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট
জেনারেল হাসপাতালের রোগীদের মানসম্মত খাদ্য সরবরাহ কখনই সম্ভব নয় বলে সচেতন মহল মনে করেন।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতি বছরই একই প্রকৃয়ায় অর্থ ব্ছর শেষ হওয়ার কয়েকদিন
আগে টেন্ডার আহবান এবং কার্য্যাদেশ প্রদান কার স্বার্থে কেন করা হয় তা ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে।
অবিলম্বে নতুন অর্থ বছরের শুরুতেই টেন্ডার প্রকৃয়া চালু করা এবং রোগীদের পথ্য,স্টেশনারি ও লিলেন মানসম্মত
ভাবে সরবরাহের নিমিত্তে মানসম্মত দর দাতাকে কাজ দেয়ার ব্যবস্থা করার দাবি জানান স্থানীয় ঠিকাদার ও সুশিল সমাজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং