স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন পঞ্চগড়-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং পঞ্চগড় যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. মার্জিয়া খাতুন।
কারণ দর্শানো নোটিশে বলা হয়, গত ২ ডিসেম্বর রাতে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুরী নামক বাজারে নির্বাচনী প্রচারণার আয়োজন করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া। ওই নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব নির্বাচনী বক্তব্য প্রদানকালে নৌকা মার্কা ও নৌকার প্রার্থীর বিপরীতে কেউ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ও নির্বাচনী সংযোগ করলে সেই সব সমর্থককে হাড়হাড্ডি ভেঙ্গে দেয়ার জন্য সমর্থকদের নির্দেন দেন এবং বিপরীত প্রার্থীর সমর্থকদেরকে হুমকি প্রদান করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১(ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন।
আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া এমন নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগে স্বতন্ত্র দুই প্রার্থীর সর্ম্পকে বলতে গিয়ে বলেন, এই দুই প্রার্থীর মধ্যে একজন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, দুই বারের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, অপর স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা, জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। এই দুই প্রার্থীর আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী সর্ম্পকে বিরুপ প্রচারণা চালাচ্ছেন। এটা মেনে না নিতে না পেরে তিনি এমন মন্তব্য করেন। অনেক বক্তব্য দেওয়ার পর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লবের এমন বক্তব্য দেওয়া অবশ্যই নিন্দনীয়। তবে এটা কোন নির্বাচনী প্রচারণা ছিল না। দলীয় নেতাকর্মীদের সাথে দেখা সাক্ষাৎ ও মতবিনিময়। নির্বাচন অনুসন্ধান কমিটিকে সম্মান প্রদর্শন করেই জবাব দেওয়া হবে। #