1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছোট গল্প________ “সংসার ধর্ম সকলের জন্য নয়” (✒️এস এম মনিরুজ্জামান আকাশ) (দ্বিতীয় পর্ব) হরিপুরে সাবেক ব্যাংক কর্মকর্তার গলায়  ফাস দিয়ে আত্মাহত্যা ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে নতুন কমিটি সভাপতি স্বপন কুমার সম্পাদক যামিনী রায় গাইবান্ধায় প্রয়াত বিএনপি,র নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনা নরসিংদীতে বিএনপি নেতা সুমনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গায়  রাস্তা নির্মাণের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের তদন্ত অনুষ্ঠিত ছোট গল্প________ “সংসার ধর্ম সকলের জন্য নয়”// এস এম মনিরুজ্জামান আকাশ উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী নলছিটিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের সচেতনামূলক সভা অনুষ্ঠিত

প্রশ্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

।।  রুনা লায়লা।। 

এই তো সেইদিন –
আকাশ কে বলেছিলাম ভালোবাসি
ও হাসতে হাসতে বলেছিলো
ধুত্তেরি! কিসের ভালোবাসা?

ভালোবাসা হয়
একজন ছেলে ও একজন মেয়ের মধ্যে,
আমি মন খারাপ করে বলেছিলাম
আমরা কি তাই নই?
ও বলল না,
না এবং না।

তুমি চাঁদের আলোয় চকচকে নিখুঁত প্রাণশক্তিময় দেবী
পৃথিবীর নও, ভিন্ন কোনো গ্রহের
নিখাদ সুন্দর মনের অধিকারী
বাস্তবতায় তুমি অনন্য আগুন !
যেই আগুনে পুড়ে যাই দিবসযামী।

দেবী তখন জানতে চাইলো
তবে তুমি কে?
উত্তরে ও বলল-
আমি ভাঙা কুলার মতো কখনো
বাসি ছাই ফেলি,কখনো বাসরের দুমড়ানো মোচড়ানো অনুভবের তীব্রতা নিয়ে
বাসি ফুলের গন্ধ শুঁকি।

নাম পরিচয়হীন
ঠিকানা বিহীন পথিকও বলতে পারো।পাহাড় দেখোনি?
অসংখ্য গাছের সারি ;
সব গাছের যেমন নাম জানা নেই
ঠিক তেমনি আমিও ঐসব গাছেদের মতো,
পরিচয় থেকেও নেই।

তবে, তবে তুমি আকাশ?
না, আমি আকাশও নই
আকাশের বিশালতা আছে;
আমার নেই।
বরং আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়াই
নিজের পায়ে নয়।
নিজের পায়ে ভর করতে পারলে,
পারলে কি করতে?
পারলে তোমাকে মাথায় তুলে নাচতাম;
হাসতাম,গাইতাম
আনন্দে কাটতো বাকিটা সময়।

এখন মাথার উপর ছাদ নেই
পতিত ভূমি নেই
আমার গানের পাখিরা গণবিলুপ্তির পথে
সুর নেই,কলকাকলি নেই।
দেবী এবার বলল-
তবে তুমি ভালোবাসতে শিখলে কেমন করে?
দেবী শিখিয়েছে!
ঐ যে বটবৃক্ষ দেখছো,সে আমি। আর সেই গাছ তোমাকে দেখে তৃষ্ণা জুড়ায়।

তবে আমার তৃষ্ণার মারণসম দোটানা,
যেখানে সংশয় রয়েছে ;
বৃষ্টি হলেই কেবলমাত্র শ্বেতাঙ্গের দৃষ্টিতে নিরালায় ডেকে যাই ;
অহেতুক ভাবনায়।

আমাকে আর প্রশ্ন করো না!
জানতে চেয়ো না,
আমি কেমন আছি?

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত