ঘুমঘুম ঝিম ঝিম
বাতি জ্বলে টিম টিম
বাইরের ঠান্ডা
গেল বুঝি জানটা।
শিবদিঘী বন্দরে
কুয়াশায় গাড়ি চলে
হেড লাইট টিম টিম
ঠান্ডায় শরীর হিম।
শিশির আর কুয়াশায়
লোক চেনা বড় দায়
শুধু শুধু কষ্ট
কাঁপছে ওষ্ঠ।
রাত বারে শীত বারে
মোটা কাপড়ের দাম বাড়ে
সাদা শ্যাম কুয়াশায়
অসহায়দের হায় হায়।
——————————