ঝড় প্রতিবেদন।।আপনার আমার সামান্য সাহায্য স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে মাসুদ রানা। জটিল রোগের সঙ্গে পাঞ্জা লড়ছে মাসুদ। বর্তমানে মাসুদের দ্রুত স্বাস্হ্যর অবনতি হচ্ছে।
মাসুদ রানা টেলিকম কোম্পানির একজন খুদে সদস্য। সামান্য বেতনে তার সংসার চলে। তার পরিবারে ৪ জন সদস্য। বিগত এক বছর পূর্বে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে দুর্ঘটনা জনিত কারণে গুরুতর আহত হয় মাসুদ রানা। আহত হওয়ার ফলে ইনফেকশনে সে বিরল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী। সে তার সর্বস্ব খরচ করে দেশের বিভিন্ন নামিদামি ডাক্তারের চিকিৎসা নেয়। চিকিৎসায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে, তার মেরুদণ্ডের হাড়ের সমস্যা হয়েছে সেইসাথে পায়ের প্রাধান রগ শুকিয়ে গেছে।এর জন্য সার্জিক্যাল অপারেশন প্রয়োজন। অপারেশনের জন্য ডাক্তার তাকে দেশের বাইরে নিয়ে যেতে বলেছেন। এর জন্য তার অনেক অর্থের প্রয়োজন, এদিকে চিকিৎসা নিতে তার সর্বস্ব খরচ করে আজ সে নিঃস্ব- অসহায়।তাই মাসুদ রানা তার চিকিৎসার জন্য দেশ-বিদেশের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যর আবেদন করেছেন। আপনার আমার ছোট ছোট সাহায্য স্বাভাবিক জীবনে ফিরতে পারে মাসুদ রানা। তাই আসুন একজন শয্যাশায়ী মানুষকে বাঁচাতে সাহায্যর হাত বাড়িয়ে দিই। মাসুদ রানা বালিয়াডাঙ্গী উপজেলার, ৫নং দুওসুও ইউনিয়নের,৪নং ওয়ার্ডের বাসিন্দা।
সাহায্য পাঠানোর জন্য মাসুদ রানার পার্সোনাল বিকাশ নম্বর- ০১৭৩৭৪১৯১০৩