স্টাফ রিপোর্টার।। নানা কর্মসূচির মধ্যদিয়ে পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভে úুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও সকল শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ রেখে দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী বক্তব্য দেন।
অন্যান্য কর্মসূচির মধ্যে বাদ জোহর জেলার কেন্দ্রীয় মসজিদসহ সকল মসজিদে বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনা করে দোয়া ও অন্যান্য উপাসনালয়ে সুবিধা মতো সময়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে। #