এম,সফিউল আজম চৌধুরী (চট্টগ্রাম)-আজ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।এ উপলক্ষে মহানগর আওয়ামী লীগের পক্ষ হতে মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল, মরহুমের কবর জেয়ারত, পুষ্পমাল্য অর্পণ করার পর বিকাল ৩টায় নগরীর স্টেশন রোডের হোটেল সৈকত অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।১৯৪৪ সালের পহেলা ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের বক্স আলী চৌধুরীর বাড়িতে জন্ম গ্রহন করেন চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী।তাঁর পিতা হোসেন আহম্মদচৌধুরী ছিলেন একজন সরকারি কর্মকর্তা। ছাত্র জীবন হতে রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। এবিএম মহিউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি ধারণ করে কেটেছে পুরো জীবন। ১৯৬৮ ও ৬৯ সালে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের চাইতে তিনি বেশি গুরুত্ব দিতেন চট্টগ্রামবাসির স্বার্থকে,যখনই চট্টগ্রাম স্বার্থ বিরোধী কোন কর্মকান্ড শুরু হলে তিনি প্রতিরোধের ডাক দিতেন, হোক সেটা তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিন তিনবারের মেয়র মহিউদ্দিন চৌধুরী ছিলেন দলমত নির্বিশেষে সকলের নির্ভরতার জায়গা। কেন্দ্রীয় বড় পদের সুযোগ থাকলেও তিনি নিজেকে চট্টগ্রামের মহিউদ্দিন পরিচয় দিতে গর্ববোধ করতেন।চট্টগ্রামের প্রথম মেয়র নির্বাচিত হন তিনি। দীর্ঘ সতের বছরের দায়িত্ব পালনকালে চট্টগ্রাম মহানগরীকে তুলে ধরেছিলেন একটি পরিচ্ছন্ন নগর হিসেবে। জীবদ্দশাতেই অভিহিত হয়েছিলেন চট্টলবীর হিসেবে। আজ সেই চট্টলবীরের মৃত্যুবার্ষিকী। সাধারণ মানুষ তাকে স্মরণ করবে শ্রদ্ধাবনত চিত্তে।