ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নগর মাদেখা নয়া হাট বাজারের পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
১৫ ই ডিসেম্বর শুক্রবার সকাল আনুমানিক দশ টায় এই দূর্ঘটনা টি ঘটে।
স্থানীয়রা জানান, দুই টি মাটি ভর্তি টলি বাহাদুর বাজারের দিক থেকে খুব জোর গতিতে নয়া হাটের দিকে যাচ্ছিল আর মটর সাইকেল আরহী রাশেদুল ইসলাম (হৃদয়) ২৪ দেবীগঞ্জ শশুর বাড়ি থেকে গড়েয়ার উদ্দেশ্যে রওয়ানা দিলে নয়া হাট পার হয়ে স- মিলের সামনে মাটি ভর্তি টলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে (হৃদয়) গাড়ি সহ মাটিতে পরে যায়। পিছনে থাকা আরেকটি টলি (হৃদয়) গলা ও বুকের উপর দিয়ে উঠিয়ে দেয়। হৃদয়ের মাথার হেলমেট টি মাটি ভর্তি টলিতে আটকে যায় এবং রাস্তায় লোকজন না থাকায় অপ্রাপ্ত বয়স্ক টলি চালক দুই জন দ্রুত ঘটনা স্থল থেকে টলি সহ পালিয়ে যায় ।
মৃত রাশেদুল ইসলাম হৃদয় গড়য়া গোপালপুর গ্রামের ঢাকাইয়া পাড়া নিবাসী মোঃ মামুন ইসলামের ছেলে।
স্থানীয়রা ঘটনা টি দেবীগঞ্জ থানায় খবর দিলে দেবীগঞ্জ থানা ঘটনা স্থল পরিদর্শন করেন এবং মৃতদেহের সুরতহাল করে তার পরিবার কাছে লাশ হস্তান্তর করেন।