গোলাম রব্বানী, ষ্টাপ রিপোর্টারঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬-১২-২০২৩ ইং তারিখ রোজঃ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় এবং অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীনতা বাঙালির জাতির ঐতিহাসিক দিনটি কে কালের স্বাক্ষী রেখে স্বরণীয় করার জন্য হাজারো মানুষ মহান বিজয় দিবস পালন করেন। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান । বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার ও অন্যান্য মুক্তি যোদ্ধাগণ, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পাটি, অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
পুষ্পমাল্য শেষে ১ মিনিট নিরবতা পালন,দোয়া মাহফিল ও বিজয় র্যালি শেষে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউটস,গার্লসগাইড,বিএনসিসি, ছাত্র – ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ডিসপ্লে ও ক্রীড়া অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃজিয়াউল হাসান মুকুল ও মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান।এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাবু নগেন কুমার পাল সিনিয়র সহ- সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ শেখ, জনাব এস এম আলমগীর, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, মোঃ রুবেল হোসেন কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ রায়হানুল হক মিঞা , সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব এম এ জাহিদ ইবনে সুলতান, উপজেলা মৎস্য অফিসার, আব্বাস আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা , মোঃ আনোয়ার হোসেন,সভাপতি, অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন,হরিপুর, ঠাকুরগাঁও, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দলের নেতা কর্মীবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ, হরিপুর উপজেলার স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করেন জনাব ফয়েজ মোহাম্মদ জামান, সহকারী শিক্ষক, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হরিপুর-ঠাকুরগাঁও।