স্টাফ রিপোর্টার ।। পঞ্চগড় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য কার্যালয় আয়োজিত ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার আজিজ সাত্তার জায়েদ। পঞ্চগড় জেলা তথ্য অফিসার মো. হায়দার আলী সভায় স্বাগত বক্তব্য দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজউদ্দিন সভাপতির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্যাটেলাইট ক্লাবের সদস্য হয়েছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারণে আমাদের সকল কাজ সহজ হয়ে গেছে। মানুষ ঘরে বসেই তার কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়া যেমন চ্যালেঞ্জ ছিল তেমনি স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও চ্যালেঞ্জ আছে। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা সবার আগে এই চাঁপাইনবাবগঞ্জ জেলাকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলব। তিনি বলেন , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশের যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন আমরা সবাই মিলে একসঙ্গে তা বাস্তবায়ন করব। সেজন্য আমাদের নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা যেন স্মার্ট নাগরিক হিসেবে স্মার্ট সমাজ ব্যবস্থা গড়তে পারে এবং স্মার্ট অর্থনীতির দেশ হিসেবে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে।
সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সাংবাদিক সফিকুল আলম বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এবার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার সিদ্ধান্ত নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সরকারের গৃহীত পরিকল্পনা দায়িত্বশীলতার সাথে বাস্তবায়ন করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেকে কিভাবে তৈরি করতে হবে সে বিষয়ে ধারণা দিতে হবে এবং স্মার্ট বাংলাদেশ সর্ম্পকে জনসচেতনতা বাড়াতে হবে। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের এগিয়ে আসতে
সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। #