স্টাফ রিপোর্টার।। জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, সবার আগে আমাদের জনগণের স্বার্থ দেখতে হবে। সরকারের সকল দপ্তরের সমন্বিতভাবে কাজ করতে হবে। সমন্বিত কর্মপরিকল্পনা থাকলে পিছিয়ে পড়ার কোন কারণ নেই। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের উপর জোর দেন তিনি। এ ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম জোরদারকরণে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. ডা. মোস্তফা জামান চৌধুরী, জেলা গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীহর সকল দপ্তর প্রধান স্বস্ব দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং উন্নয়ন প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান। সভায় অন্যান্যের মধ্যে আটোয়ারী উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, বোদা পৌরসভার মেয়র আজাহার আলী বক্তব্য দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক নির্ধারিত সময়ে কাজের গুণগতমান বহাল রেখে সকল নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। #