নিজস্ব প্রতিবেদক ঃগাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ ফজলার রহমান দেশের বহুল আলোচিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক ঝড় এর গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় পলাশবাড়ী প্রেস ক্লাব এর পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়েছে।
১৭ ই ডিসেম্বর রবিবার সন্ধ্যায় পলাশবাড়ী প্রেস ক্লাবে (১৯৮২) কার্যালয়ে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের নির্দেশনায় সম্মাননা প্রদান স্বরূপ জেলা প্রতিনিধির কার্ড পরিয়ে দেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম,সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক বিদুষ রায়,যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাব্বত সরকার,দপ্তর সম্পাদক মিলন মন্ডল, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রবিউল ইসলাম, প্রেসক্লাব সদস্য রাইদুল ইসলাম বাবু লিমন ছাড়া ও প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে, পলাশবাড়ী প্রেসক্লাবের উপস্থিতি সকল সাংবাদিকগন সাংবাদিক ফজলার রহমানকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আহবান জানান এবং পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া অর্পিত দায়িত্ব পালনের লক্ষ্যে সকল সংবাদকর্মীর সহোযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।