স্টাফ রিপোর্টার।। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সোমবার পঞ্চগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। বিশ্বব্যাপি অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। ‘‘ প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার’’ এই প্রতিপাদ্য নিয়ে এবারে দিবসটি উদযাপিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের বলেন, প্রবাসীদের কল্যাণ সাধন এবং দেশের রেমিটেন্স বৃদ্ধিতে সরকারের প্রচেষ্টা ও প্রত্যাশা পূরণ করতে অর্থবহ ভূমিকা পালন করবে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক দেশে এখনও দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। আমাদের দেশের কর্মীদের দক্ষ করে বিদেশে পাঠানো হলে আমাদের বৈদেশিক আয় আরো বাড়বে। পাশাপাশি বেকারত্ব দূর হবে। বর্তমানে জেলার ৮ হাজার ৭৩৬ অভিবাসী আছেন এর মধ্যে নারী এক হাজার ৫৭৩ জন। অভিবাসীর দিক থেকে পঞ্চগড় ৬৩ তম জেলা। এ ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল হালিম, জেলা কারাগারের সুপার মো. বদরুদ্দোজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক সুবোধ চন্দ্র রায়, জেলা কর্মসংস্থান অফিসের জরিপ কর্মকর্তা মঞ্জুরুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ ও প্রশিক্ষনার্থী বোরহানউদ্দিন তারেক বক্তব্য দেন।
এর আগে কালেক্টরেট চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিনের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়। #