ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃআগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী -সাদুল্লাপুর) আসনের প্রতিদ্বন্দ্বী ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেছে জেলা নির্বাচন কমিশন ।
১৮ ডিসেম্বর সোমবার সকালে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল আসনটির প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে এসকল প্রতিক বরাদ্দ প্রদান করেন ।
এসময় নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ ও প্রতিদ্বন্দি প্রার্থীরাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩১ গাইবান্ধা ৩ সাদুল্লাপুর পলাশবাড়ী আসনের প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (নৌকা), জতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী ( লাঙ্গল), জাসদের প্রার্থী এস,এম,খাদেমুল ইসলাম খুদি (মশাল),বিএনএম এর প্রার্থী মোঃ মনজুরুল হক ( নোঙ্গর), কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী মোঃ মোস্তফা মনিরুজ্জামান (গামছা), কল্যান পার্টির প্রার্থী মোঃ মাহমুদুল হক ( হাত ঘড়ি), এনপিপির প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (আম)।
এছাড়াও আসনটির স্বতন্ত্র প্রার্থীরা পেলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক (ঈগল), মো সাহারিয়া খান বিপ্লব (ট্রাক),মোঃআজিজার রহমান বি,এস,সি (ঢেঁকি) প্রতিক।