ফজলার রহমান গাইবান্ধা থেকে :-গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের পত্রিকা বিক্রেতা উজ্জল সরকারের মাতা জ্যোৎস্না বেগম (৭০)অসুস্থজনিত কারণে ইন্তেকাল
করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর
গ্রামের মৃত মন্টু মিয়ার বিধবা স্ত্রী ও পত্রিকা
বিক্রেতা এবং এজেন্সি উজ্জল সরকারের মাতা
জ্যোৎস্না বেগম বিভিন্ন জটিল রোগে অসুস্থজনিত
কারণে নিজ বাড়িতে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন।
গত কয়েকদিনের ব্যবধানে তার শারীরিক অবস্থা
আরও গুরুতর হয়ে পড়ে।
বৃহস্পতিবার(২১ ডিসেম্বর)বিকেল সাড়ে ৫ টার
দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে
একমাত্র ছেলে উজ্জল,পুত্রবধূ,৩ মেয়ে নাতি-
নাতনি,পাড়াপ্রতিবেশি,আত্মীয়স্বজন ও
শুভাকাঙ্ক্ষী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উজ্জল সরকারের মাতার মৃত্যুতে সহকর্মী স্থানীয়
অন্যান্য পত্রিকা বিক্রেতা-এজেন্সি,পত্রিকা পাঠক
মহল,পলাশবাড়ী প্রেস ক্লাব,প্রেসক্লাব পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি,সামাজিক,
সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ নানা পেশাজীবি
মহল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত
কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি পৃথক
বিবৃতিতে গভীর সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্র জানায়,শুক্রবার ২২ ডিসেম্বর
বাদজুম্মা স্থানীয় বায়তুল কারিম জামে মসজিদ
ও ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে
পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন
করা হবে।