তোমাকে নয়নে দেখি না,
অনুভবে রোজ দেখা হয়।
তোমাকে অবয়বে ছুঁয়ে দেখিনা,
অথচ স্বপনে তোমায় ছুঁয়ে যাই।
পৃথিবীটা পড়তে পড়তে আমি বড় ক্লান্ত,
অথচ তোমাকে আমার কচকচে নতুন মলাট মনে হয়।
যত দূরেই থাকি,যত শূন্যতায় ডুবে যাই,
ইহলৌকিক সবটুকু স্মৃতি জুড়ে
আমি যেন তোমাকেই খুঁজে পাই।
তুমি যেখানেই নিঃশব্দ নিঃশ্বাসে কর বিচরণ,
তার ঠিক পাশের বিন্দুতে
জেনো আমার অবুঝ পদচারণ।
তোমাকে যখন কাছে চাই তবু পাই না,
মনটা হয়ে উঠে হৃদয় ভাঙা আয়না।
অনুভবে সরবে তুমি, রক্তেও
থেকো,
দিন যাপনের খেয়ালীপনায়
তুমি আমারই থেকো।
তুমি আমারই থেকো।