1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ১২ মে ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আটোয়ারী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি জাহেদ, সম্পাদক দুলাল জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত অপারেশন ডেবিট হান্ট নলছিটিতে গ্রেফতার -২ নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রায়পুরা মরজালে মাদক ব্যবসায়ী বাধা দেওয়ায় উপজেলা তাতীদলের সদস্য সচিব সহ আহত ২ চাটমোহর থানায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৪জনকে জেল হাজতে প্রেরণ প্রচন্ড গরমে অতিষ্ঠ ঠাকুরগাঁওয়ের জনজীবন ঠাকুরগাঁওয়ে কৃষকদের নিয়ে বায়োলিডের মাঠ দিবস অনুষ্ঠিত মাটি কাটার গর্তে গোসল করতে নেমে প্রাণ হারাল শাওন নামের এক কিশোর

চট্টগ্রামের আনোয়ারায় আসতে শুরু করেছে অতিথি পাখি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

মো.ফখর উদ্দিন,আনোয়ারাঃশীতপ্রধান বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামের আনোয়ারায় আসতে শুরু করেছে অতিথি পাখিরা। শীতের আমেজ যতই বাড়ছে ততই বেড়ে চলেছে পাখির আগমন। প্রতিবছর শীতে হাজার হাজার অতিথি পাখির অভয়ারণ্য হয়ে ওঠে আনোয়ারা উপজেলার ঐতিহাসিক কেইপিজেট লেক ও মেরিন একাডেমিসহ প্রতিটি জনপদ। বিশেষ করে উত্তর বন্দর গ্রামের চাঁন সাওদাগরের দিঘি ও কোরিয়ান ইপিজেড লেকে বসে পাখির মেলা।ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এখানে দলে দলে আসতে শুরু করে অতিথি পাখিরা। মনের আনন্দে সারা দিন খেলা করে দিঘির পানিতে। কিচির-মিচির ডাকে মুখর হয় চার পাশ। সূর্য ডোবার পর পরই দিঘি থেকে চলে গিয়ে গ্রামের গাছপালায় রাত কাটায়। সকালে আবারও দলবেঁধে চলে আসে এখানে।

শীতপ্রধান দেশগুলোতে এ সময় প্রচণ্ড শীতে তুষারপাত হয়। ফলে খাদ্য সংকটে পড়ে পাখিরা। খাদ্যের সন্ধানে এসব পাখি বাংলাদেশে চলে আসে।

গতকাল শুক্রবার বিকালে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, আনোয়ারার উপকূলীয় রায়পুর বার আউলিয়া, পরুয়াপাড়া বাতিঘর, বৈরাগ,গহিরা, পারকি সমুদ্র সৈকত, কোরিয়ান ইপিজেড, মেরিন একাডেমির ম্যানগ্রোভে, সিইউএফএলসহ এসব এলাকায় নানা পাখ-পাখালির মধুময় কলতান। প্রতিদিন সকাল-সন্ধ্যায় অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে জীববৈচিত্র সমৃদ্ধ এসব এলাকা। শীত ছাড়া অন্য মৌসুমে হরেকরকম পাখিগুলো কলকাকলিতে সরব থাকলেও শীতে যেন নতুন প্রাণ পায় এ অঞ্চলের পাখিরা।পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এ শীতে আসা অতিথি পাখির মধ্যে দেখা গেছে কুন্তি হাঁস, জিরিয়া হাঁস, পাতারি হাঁস, রাজ হাঁস, নীলশির, কানি বক, ধূসর বক, সাদা বক, জল ময়ূর, ডুবুরি, পানকৌড়ি, গঙ্গা কবুতর, দলপিপি, কাস্তেচড়া, রাজসরালি, ঈগলসহ নাম না জানা অসংখ্য পাখি।

স্থানীয় ইউপি সদস্য মুছা তালুকদার জানান, এসব পাখি আমাদের মনে আনন্দ দেয়। এরকম পাখি আর কোথাও দেখা যায় না। এরা এখানে অনেক নিরাপদে আছে। বিশেষ করে কোরিয়ান ইপিজেড পাখির একটি অন্যতম নিরাপদ আবাসস্থল হিসাবে গড়ে উঠেছে। এখানে পাখি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং