ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতি করার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার গাইবান্ধা জনাব কামাল হোসেনের নির্দেশনায় গাইবান্ধাজেলাকে ডাকাত মুক্ত করার লক্ষ্যে ২৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ থানার উথলী রথবাড়ি গ্রামের শামসুল ইসলাম সামু প্রমানিকের ছেলে শিরাজুল ইসলাম পিন্টু রাজু (৪০) এবং তার সাথে জড়িত গোবিন্দগঞ্জ থানার কোচমর্দন বাড়াইপাড়া গ্রামের মতলেব বাবুর ছেলে ফরহাদ (৩৩) নামের দু’জন পূর্বের এজাহার নামীয় আসামি।এছাড়াও অজ্ঞাত নামা আসামিগণ গতকাল সন্ধ্যায় পুনরায় কোন স্থানে ক্রাইম করার জন্য গোবিন্দগঞ্জ চৌরাস্তায় সংঘটিত হচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সেলিম ও এসআই পলয় কুমারের সহযোগিতায় ডাকার ০২ জনকে গ্রেফতার করা হয়।
করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখিত, আসামিরা
গোবিন্দগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতির মামলা ২০(০৮)২৩ ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ এর এজাহার নামীয়।