স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন সাধারন ভোটারদের উদ্দেশ্যে বলেছেন সাত জানুয়ারী ভোট দেওয়া মানেই হচ্ছে সন্তানের ভবিষ্যৎ, সমৃদ্ধি, নিরাপত্তা, উন্নত জীবন নিশ্চিত করা। ভোট দিলেই সেই সুযোগটি তৈরি হবে। সাদ্দাম নেতাকর্মীদের বলেন, আমার এই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। তিনি বলেন যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন তারা দেশের প্রতি বাবা মায়ের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে আসুন আমরা বন্ধু পাড়া প্রতিবেশী সবাইকে বলি সাত তারিখে ভোটাধিকার প্রয়োগ করি।
বুধবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা মার্কার নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এর আগে সাদ্দাম তার নিজ উপজেলায় আসার খবরে বিকেলে থেকেই বিদ্যালয়টির মাঠে হাজারও ছাত্রলীগ আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী জড়ো হয়।
সাদ্দাম হোসেন বলেন, নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন,তাই সকলের জীবনমান উন্নয়ন হয়েছে। চিকিৎসা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে।
সাদ্দাম বলেন,আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পুর্ণ। দারিদ্রের হার কমেছে। নৌকা মার্কার সরকার জনগণের কাজ করে। নৌকা মার্কার সরকার সামাজিক নিরাপত্তাবলয়ের কর্মসুচির আওতায় বিভিন্ন ভাতা ও সুবিধা প্রদানের পাশাপাশি ভূমিহীন-গৃহহীনদের জন্য বিনামূল্যে দুই কাঠা জমিসহ ঘর নির্মাণ করে দেওয়ার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবের এই বাংলায় একটি মানুষও যাতে গৃহহীন না থাকে, কেউ যেন খাদ্যের জন্য কষ্ট না পায় সেজন্য নৌকা মার্কার সরকার তথা আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করেন সাদ্দাম হোসেন।
তিনি বলেন, আওয়ামী লীগের মার্কা, উন্নয়নের মার্কা , বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার একমাত্র মার্কা নৌকা মার্কা। নৌকার কোন বিকল্প নেই।
তিনি বলেন, শুনেছি, কিছু কিছু ছাত্র লীগ,যুবলীগ ও আওয়ামী লীগের কর্মী অন্য মার্কার নির্বাচন করছে। সবাইকে আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া (মুক্তা)’র নৌকা মার্কায় ভোট করে বিপুল ভোটে বিজয় করার আহবান জানান। নৌকাকে বিজয় করে দেশ ও মানুষের স্বপ্ন-আশা-আকাঙ্খা পূরণে ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীকে আত্মনিয়োগ করতে নির্দেশ দেন তিনি।
আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নৌকা মার্কার প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য অবসরপ্রাপ্ত মেজর মৌসুমীসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ ,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা বক্তব্য দেন। #